চুরি করতে বাধা দেওয়ায় চোরদের হাতে আক্রান্ত কলেজছাত্র।
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার
চুরি করতে বাধা দেওয়ায় চোরদের হাতে আক্রান্ত কলেজছাত্র।
মালদা: চুরি করতে বাধা দেওয়ায় চোরদের হাতে আক্রান্ত হল কলেজছাত্র। গুরুতর আহত কলেজছাত্র বর্তমানে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা পুকুরিয়া থানার সম্বলপুর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গেছে আহত ছাত্রের নাম মাজারুল শেখ (১৯)। সামসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত্রিবেলা স্থানীয় কুতুবগঞ্জ এলাকায় অনুষ্ঠান দেখে বাড়ি ফিরে। সেই সময় দেখতে পায় তাদের বাড়ির পাশে প্রতিবেশীর পোল্ট্রি ফার্ম থেকে বেশকিছু জন মুরগি চুরি করছে।সেই সময় ঘটনা দেখতে পেয়ে সে তাদের বাধা দেয়।চোরের দল তার ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ও তার শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে তার শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে।তার চিৎকারে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা ছুটি আসতে অভিযুক্ত চোরের দল পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তাকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা পুকুরিয়া থানার পুলিশ।