রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদা জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় হস্তশিল্প প্রতিযোগিতা ও

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

মালদা জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী।


মালদা:
পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহযোগিতায় মালদা জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে। মালদা জেলা শিল্প কেন্দ্রে ৮তারিখ পর্যন্ত দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা পাট, বেত, কাঠ, পাটকাঠি, সহ বিভিন্ন জিনিস দিয়ে তাদের হাতের কারুকার্য শিল্প এই প্রতিযোগিতা ও প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বুধবার দুপুরে অনুষ্ঠানের সুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক  মানবেন্দ্র মন্ডল, তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বতী সাহা, এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক তথা মালদা জেলার বিশিষ্ট ব্যবসায়ী নেতা উজ্জল সাহা, আন্তর্জাতিক  পুরুস্কার প্রাপ্ত হস্ত শিল্পী মঞ্জু শর্মা সহ বিশিষ্টজনেরা।হস্তশিল্পীদের উৎসাহ বাড়াতে এবং তাদের স্বনির্ভর করার লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাই এই মেলার আয়োজন করা হয় বলে জানান আধিকারিকরা।এই ধরনের মেলায়, গ্রামগঞ্জে থেকে উঠে আসা তাদের হাতের কারুকার্য মেলায় প্রদর্শিত করায় তাদের স্বনির্ভর হতে সুবিধা হবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়েছেন।