শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আনুষ্ঠানিকভাবে মালদা রেল পার্কের শুভ উদ্বোধন করলেন মালদা ডিআরএম

আনুষ্ঠানিকভাবে মালদা রেল পার্কের শুভ উদ্বোধন করলেন মালদা ডিআরএম তনু চন্দ্রা হক জাফর ইমাম, মালদা: আনুষ্ঠানিকভাবে রেল পার্কের শুভ উদ্বোধন করলেন মালদা ডিআরএম তনু চন্দ্রা।মঙ্গলবার সন্ধ্যায় ফিতে কেটে পার্কের শুভ উদ্বোধন করেন তিনি। পার্কে প্রবেশের জন্য নিজে টিকিট কাটেন ডিআরএম তনু চন্দ্রা। পার্ক পরিদর্শনের পর তিনি বলেন, ১৯৮৪ সালে পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল জনসাধারণের জন্য। কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায় পার্কটি।এরপর রেল দফতরের উদ্যোগে পার্কের সংস্কার করা হয় জনসাধারণের জন্য পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মঙ্গলবার সন্ধ্যায়। তিনি বলেন, আপাতত একটি সংস্থাকে পার্কের পর্যবেক্ষণের কাজ দেওয়া হয়েছে। প্রবেশমূল্য করা হয়েছে ১০ টাকা। দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকবে এই পার্ক। শিশুদের বিনোদনের জন্য দোলনা, বসার আসন এবং ঝরনা রয়েছে পার্কের ভেতরে। আগামী দিনে জেলাবাসীর জন্য আরো ভালোভাবে সাজিয়ে তোলা হবে পার্কটি।পার্ক উদ্বোধনের আগে ডিআরএম নিজে টিকিট কাটেন এবং অন্য আধিকারিকদের টিকিট কেটে পার্কে প্রবেশের কথা বলেন।জানা গিয়েছে, তৎকালীন রেলমন্ত্রী এ বি এ গনি খান চৌধুরী এই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার রেল দফতরের উদ্যোগে সর্বসাধারণের জন্য খোলা হল মালদা রেল পার্ক।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:০৩ এএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

আনুষ্ঠানিকভাবে মালদা রেল পার্কের শুভ উদ্বোধন করলেন মালদা ডিআরএম তনু চন্দ্রা


হক নাসরিন বানু মালদা:
আনুষ্ঠানিকভাবে রেল পার্কের শুভ উদ্বোধন করলেন মালদা ডিআরএম তনু চন্দ্রা।মঙ্গলবার সন্ধ্যায় ফিতে কেটে পার্কের শুভ উদ্বোধন করেন তিনি। পার্কে প্রবেশের জন্য নিজে টিকিট কাটেন ডিআরএম তনু চন্দ্রা।
পার্ক পরিদর্শনের পর
 তিনি বলেন, ১৯৮৪ সালে পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল জনসাধারণের জন্য। কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায় পার্কটি।এরপর রেল দফতরের উদ্যোগে পার্কের সংস্কার করা হয় জনসাধারণের জন্য পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মঙ্গলবার সন্ধ্যায়। তিনি বলেন, আপাতত একটি সংস্থাকে পার্কের পর্যবেক্ষণের কাজ দেওয়া হয়েছে। প্রবেশমূল্য করা হয়েছে ১০ টাকা। দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকবে এই পার্ক। শিশুদের বিনোদনের জন্য দোলনা, বসার আসন এবং ঝরনা রয়েছে পার্কের ভেতরে। আগামী দিনে জেলাবাসীর জন্য আরো ভালোভাবে সাজিয়ে তোলা হবে পার্কটি।পার্ক উদ্বোধনের আগে ডিআরএম নিজে টিকিট কাটেন এবং অন্য আধিকারিকদের টিকিট কেটে পার্কে প্রবেশের কথা বলেন।জানা গিয়েছে, তৎকালীন রেলমন্ত্রী এ বি এ গনি খান চৌধুরী এই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার রেল দফতরের উদ্যোগে সর্বসাধারণের জন্য খোলা হল মালদা রেল পার্ক।