শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তফসিল ঘোষণা থেকে বিরত থাকুন : রিজভী

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

দেশের চলমান রাজনৈতিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রিজভী বলেন,প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলা সংলাপে তাদের সমস্যার সমাধান না হওয়ার আগেই নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড় করছে নির্বাচন কমিশন।যা উদ্দেশ্য প্রণোদিত।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন,এখনও জোরালো আন্দোলন শুরু হয়নি।আপনি (প্রধানমন্ত্রী)সংলাপের মাধ্যমে সঙ্কট নিরসন করতে পারেন ।সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের পথে যেতে হয় না।তাছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট ৭দফা দাবির মাধ্যমে জনগনের দাবি  উত্থাপন করেছে। আপনি সেই অনুযায়ী পদক্ষেপ নিলে কোনো সঙ্কট থাকার কথা নয়।

রিজভী অভিযোগ করে বলেন,সারাদেশে নির্বাচনী কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসার বাছাই করছে পুলিশ।বিভিন্ন থানা নির্বাচন অফিস নির্বাচনী কর্মকর্তাদের তালিকা তৈরি করে পুলিশের হাতে তুলে দিচ্ছে।পুলিশ সেই তালিকা ধরে ধরে কারা সরকার দলীয় সমর্থক তাদের নাম বাছাই করছে।এমন কর্মকাণ্ডকে ভোট কারচুপির পূর্ব প্রস্তুতি বলেই মনে করছে জনগণ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আযম খান,চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,সহ-দফতর সম্পাদক মুনির হোসেন,টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা,সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ ।