রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিতার বকুনির অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা কিশোরীর।

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

পিতার বকুনির অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা কিশোরীর।

 

হক নাসরিন বানু ,মালদা:


পিতার বকুনির অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক কিশোরী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদা মানিকচকের লবাদিত্যটোলা এলাকায়৷ বর্তমানে ওই কিশোরীর মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চিকিৎসাধীন।জানা গেছে, অগ্নিদগ্ধ কিশোরীর নাম জবা মণ্ডল (১৬)৷ জবা মালদা মানিকচক হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী৷বর্তমানে সে মালদা মেডিকেলে চিকিৎসাধীন৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জবার বাবা তাকে খাবার গরম করতে বলেছিলেন৷ রাজি না হওয়ায় মেয়েকে বকাবকি করেন রাজু মণ্ডল৷ সেই অভিযানেই আত্মহত্যার চেষ্টা করে জবা৷ অগ্নিদগ্ধ ওই কিশোরীর মা চন্দনা মন্ডল জানান, বুধবার রাতে তার বাবা মাংস গরম করতে বলে। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ঠিক সে সময় সবার অজান্তেই ঘরে ঢুকে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয় তাদের মেয়ে। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মালদা মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয় তাকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তার মেয়ে সেখানেই চিকিৎসাধীন বলে জানান চন্দনা দেবী।