রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তারকাটা বেড়ার থেকে ব্যাগ ভর্তি জাল

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তারকাটা বেড়ার পাস থেকে ব্যাগ ভর্তি জাল টাকা উদ্ধার।

হক নাসরিন বানু, মালদা:
ভারত বাংলাদেশ সীমান্তে তারকাটা বেড়ার পাস থেকে ৯২ হাজার টাকার ২০০০ টাকার জাল নোট উদ্ধার। জানা গেছে মঙ্গলবার রাতে মালদা কালিয়াচক থানার শ্মশানী বিওপি এলাকায় সীমান্তে টহল দাড়ির সময় কর্তব্যরত সীমান্ত বাহিনীর জওয়ানেরা কাটা তার বেড়ার পাশে একটি ব্যাগ দেখতে পায়। ব্যাগের ভেতর থেকে ৯২ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। বিএসএফ বাহিনী সুত্রে জানাগেছে, প্রতিদিনের মত মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় টহলদারী দিচ্ছিল সীমান্ত বাহিনীর ২৪ নম্বর ব্যাটেলিয়ানের শ্মশানী বিওপি-র জওয়ানেরা। ঠিক সেই সময় সীমান্তের কাটা তার বেড়ার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখতে পায় তারা। কর্মরত জওয়ানেরা ব্যাগ পরীক্ষা করে দেখে। ব্যাগ মধ্যে থেকে ৯২ হাজার টাকা ভারতীয় জাল নোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া ৪৬ টি দুই হাজার টাকার জাল নোট। বুধবার সকলে উদ্ধার হওয়া জাল নোট গুলি মালদা কালিয়াচক থানার হাতে তুলে দেয় বিএসএফ বাহিনীর জওয়ানেরা।পুলিশের প্রাথমিক আনুমান বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করেছিল পাচারকারীরা। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা যায় নি। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ।