শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশু ও নারী সমাজ কল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়ে প্রশাসনিক বৈঠক।

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার

শিশু ও নারী সমাজ কল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়ে প্রশাসনিক বৈঠক।

হক নাসরিন বানু, মালদা:
মালদা জেলার শিশু ও নারী সমাজকল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়ে শুক্রবার একটি পর্যালোচনা বৈঠক হল জেলা প্রশাসনিক ভবনে। বৈঠকে শিশু, নারী ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক ও বিভিন্ন ব্লকের জয়েন্ট বিডিওরা ছিলেন। ছিলেন অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায়। বৈঠক শেষে অরুণ বাবু বলেন, এদিন আইসিডিএস ও সমাজ কল্যাণ দপ্তরের নানা প্রকল্পের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক প্রকল্পে উপভোক্তারা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির পরিকাঠামো কোথায় কোথায় সমস্যা রয়েছে সেসব নিয়ে আলোচনা হয়।