মালদা জেলা কংগ্রেস প্রেসিডেন্ট মোস্তাক আলমের বিরুদ্ধে ক্ষোভ দলেরই কর্মীদের।
হক নাসরিন বানু, মালদা:
মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলমের বিরুদ্ধে দলীয় কাজকর্ম নিয়ে প্রতিবাদে সরব হলেন দলেরই একাংশ নেতাকর্মীরা। মালদা জেলা কার্যালয় হায়াত ভবনে বৈঠক না করে আই,এন, টি, ইউ, সি শ্রমিক সংগঠনের অফিসে কেন ঘন ঘন বৈঠক করা হচ্ছে তারও প্রতিবাদ জানিয়ে সোচ্চার হন মালদা জেলা কংগ্রেসের একাংশ নেতাকর্মীরা। বুধবার বিকালে মালদা শহরের রথবাড়ি এলাকার কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি'র (ইনটাকের) অফিসে জেলা সভাপতির বৈঠককে ঘিরে তুলকালাম বেঁধে যায় দলীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে। সরাসরি কংগ্রেসের জেলা সভাপতি সামনেই তার কাজকর্ম এবং দলীয় কার্যালয় হায়াৎ ভবন ব্যবহার না করার প্রতিবাদ জানানো হয়। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। এমনকি জেলা কংগ্রেস সভাপতি মুস্তাক আলম নিজের মর্জি মতো দল করছেন বলেও সরাসরি অভিযোগ তোলেন অনেকেই। অভিযোগ করে তৃণমূল ও বিজেপির দালালি করছেন । উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হওয়াতেই অস্বস্তিতে পড়ে যান বৈঠকে হাজির হওয়া দুই বিধায়ক সহ জেলা সভাপতি। যদিও পরে তাদেরই হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অভিযোগের ভিত্তিতে
জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম বলেন, বিগত নির্বাচনে মালদার দুই লোকসভা কেন্দ্রে বিজেপির ফল কেন ভাল হলো তার কৈয়ফত, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কাছে নেই। অথচ সামান্য একটা ঘটনার অজুহাত দেখিয়ে অবাঞ্চিত অভিযোগ করা হচ্ছে। জেলা কংগ্রেস নেতা বিষ্ণু ঘোষের অভিযোগ, ইংরেজবাজার পুরসভার বিভিন্ন ওয়ার্ড গুলোতে কংগ্রেসের কোন কমিটি নেই । জেলা কংগ্রেস নেতৃত্বের কোন আন্দোলন নেই ,কর্মসূচি নেই। কংগ্রেসের জেলা সভাপতি মোস্তাক আলম নিজের মর্জি মতোন দল চালাচ্ছেন। যে পার্টি অফিস গনিখান সাহেব গড়ে গিয়েছিলেন। সেই হায়াৎ ভবনে এখন আর দলের কোনো মিটিং হয় না। সবটাই ইনটেক ভবনে করা হচ্ছে। আমরা জবাব চেয়েছি । উনি কোন সদুত্তর দিতে পারেন নি।