মুকুল রায়ের মন্তব্য দেশ জুড়ে একটাই প্রশ্ন, বাংলায় লোকতন্ত্র থাকবে নাকি থাকবে না।
হক নাসরিন বানু, মালদা:
মুকুল রায়ের মন্তব্য, দেশ জুড়ে একটাই প্রশ্ন? বাংলায় লোকতন্ত্র থাকবে নাকি থাকবে না।পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে ৮৯ জনের মৃত্যু হয়েছে৷ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এখনও পর্যন্ত সংখ্যাটি ৩৫৷ সোমবার মালদায় এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেন বিজেপি নেতা মুকুল রায়৷ দলীয় কর্মসূচিতে কালিয়াগঞ্জ যাওয়ার আগে মালদায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি৷ সম্প্রতি রাজ্য জুড়ে সংকল্প যাত্রার আয়োজন করেছে বিজেপি৷ সেই কর্মসূচিতেই আজ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যান মুকুলবাবু৷ তার উপর কালিয়াগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনও আসন্ন৷ সেখানে ভোট কৌশল ঠিক করাও আজ তাঁর অন্যতম উদ্দেশ্য৷ তাঁর সঙ্গে ছিলেন দলের অন্যতম কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন৷
মুকুলবাবু বলেন, রাজ্যের কোথাও এখন আইনের শাসন নেই৷ দেশ জুড়ে একটাই প্রশ্ন, বাংলায় লোকতন্ত্র থাকবে নাকি থাকবে না৷ পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে ৮৯ জনের মৃত্যু হয়েছে৷ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এখনও পর্যন্ত সংখ্যাটি ৩৫৷ তাই মানুষকে সতর্ক করতে দেশের সরকার ও বিজেপি সংকল্প যাত্রার আয়োজন করেছে৷ তাকে কেন্দ্র করে এখন জেলায় জেলায় দলীয় কর্মসূচি চলছে৷ তবে এই যাত্রাকে কেন্দ্র করে আমাকে এখনও পর্যন্ত কোনও ব্যারাকিং-এর মুখোমুখি হতে হয়নি৷ কারণ, মানুষ আমাদের সঙ্গে রয়েছে৷