রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

অন্তঃসত্ত্বা স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনকে মারধরের অভিযোগ স্বামী

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার | আপডেট: ০৪:৪৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

অন্তঃসত্ত্বা স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।


মালদা:
অন্তঃসত্ত্বা স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনকে মারধরের অভিযোগ উঠল গুণধর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদা ইংরেজবাজারের মিল্কির নরহরিপুর গ্রামে।আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত গৃহবধুর নাম জুলি মন্ডল (২২) আক্রান্ত মনিকা মন্ডল ও তার মেয়ে রিয়া মন্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে জুলি মন্ডলের স্বামী মিঠুন মন্ডল স্ত্রী সহ শ্বশুরবাড়ির পরিবারের লোকজনকে মারধর করে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন স্ত্রী জুলি মন্ডল।