মঙ্গলবার বাম জোটের সঙ্গে সংলাপ
জাগরণ প্রতিবেদক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৩:১৮ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্ষমতাসীনদের সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার গণভবনে যাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। সিপিবি-বাসদসহ আট দলকে নিয়ে বাম গণতান্ত্রিক জোট গঠিত।
রোববার জোটের সমন্বয়ক সাইফুল হক জানান,আগামী মঙ্গলবার তাদের সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এখনও তারা আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হাতে পাননি।
তিনি বলেন,“আজ সকালে আওয়ামী লীগ অফিস থেকে দলের একজন ঊর্ধ্বতন ব্যক্তি ফোন করে ৬ নভেম্বর দুপুর ২টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের প্রস্তুতি নিতে বলেছেন।”
সাইফুল হক বলেন, “ঊর্ধ্বতন ওই ব্যক্তি ফোনে বলেছেন, সংলাপের বিষয়ে ফোনে আগেভাবে জানালেও আজ বা কালের মধ্যে চিঠি দিয়ে জোটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে।”
সংলাপে অংশ নেওয়ার জন্য বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আগেই ১৬ জনের নামের একটি তালিকা পাঠানো হয়েছে জানিয়ে জোটের সমন্বয়ক বলেন, “আমরা সংলাপে অংশ নেওয়ার ব্যাপারে প্রস্তুত আছি।”
একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসির প্রস্তুতির মধ্যেই অপ্রত্যাশিতভাবে সংলাপের আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে গণভবনে আলোচনায় বসেন ।
এরপর অন্যান্য দল ও জোটও সংলাপের আগ্রহ দেখালে তাদেরও আমন্ত্রণ পাঠানো হয় গণভবন থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য সংবিধানসম্মত যে কোনো বিষয়ে আলোচনার জন্য তার দুয়ার রাজনৈতিক দলগুলোর জন্য খোলা।