রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লকআপে আটক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ও ফাঁড়ি ভাঙচুরে সুপারের বিবৃতি

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

লকআপে আটক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এবং ফাঁড়ি ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনাই জেলা সুপারের বিবৃতি।


হক নাসরিন বানু, মালদা:


রবিবার রাতে মালদা মিল্কি ফাড়ির লকাপে আটক এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তুলে মিল্কি পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। ঘটনায় আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী, ঘটনায় যুক্ত সন্দেহে গ্রেপ্তার মোট ১৫ জন। রবিবারের রাতের ঘটনা সম্পর্কে সোমবার দুপুরে মালদা জেলা
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, জুয়ার ঠেকে হানা দিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তারমধ্যে আইনুল খান ও ছিল। রাস্তাতেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করা হলে অসুস্থ বোধ করে আইনুল খান। ঠিক সেই সময় তাকে মালদা মিলকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। তাকে কোনো রকমের মারধর করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই ঘটনার পর কিছু দুষ্কৃতী মালদা মিলকি ফাঁড়িতে আগুন এবং ভাঙচুর করে। এই ঘটনায় এ এস আই সোমনাথ অধিকারী সহ মোট চারজন পুলিশ কর্মী আহত হয়েছেন। ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
এই ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। থানায় আগুন এবং ভাংচুরের ঘটনায় কড়া ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ বলে জানান পুলিশ সুপার অলক রাজোরিয়া।