সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে আগুন

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৩৫ এএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার | আপডেট: ০২:৩৫ এএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে আগুন

মালদাঃ 
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা ভবনের শিশু বিভাগে আগুন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় রোগীর পরিজনদের মধ্যে। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ আগুন নিয়ে আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। মুহুর্তের মধ্যে চিকিৎসাধীন শিশুদের নিয়ে মাতৃমা ভবন থেকে বাইরে বেরিয়ে আসে পরিজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। যদিও তার আগেই আগুন নিয়ন্ত্রণ হয়।সূত্রে জানা যায় শিশু বিভাগে কোন এক রোগীর আত্মীয় মোবাইল চার্জে দিয়েছিলেন সেটি থেকে আগুন ছড়ায় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি।