বন্যা দুর্গতদের ত্রাণ বিলিতে জাতপাতের অভিযোগে ঘেরাও সংসদ খগেন
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:১২ এএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
বন্যা দুর্গতদের ত্রাণ বিলিতে জাতপাতের অভিযোগে ঘেরাও সংসদ খগেন মুর্মু।
মালদা:
মালদা জেলার রতুয়া থানা এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ বিলি নিয়ে জাতপাতের অভিযোগে সাধারণ মানুষের কাছে ঘেরাও হতে হল উত্তর মালদা সাংসদ খগেন মুর্মুকে। বুধবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন মালদা রতুয়া ব্লক চত্বর এলাকার বন্যায় দুর্গত মানুষ ত্রাণ পাওয়ার আশায়। এলাকা সূত্রে জানা গিয়েছে উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু বুধবার সন্ধ্যা ৬ টার সময় মালদা রতুয়া~১ নং ব্লক আধিকারিকের কাছে এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ বিলি নিয়ে অভিযোগ করতে যান সাংসদ। রতুয়া এলাকায় সন্ধ্যে সাতটা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা তাকে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন রতুয়া ব্লক চত্বর এলাকার বন্যায় দুর্গত এলাকার সাধারণ মানুষ। এলাকার সাধারণ মানুষের বিক্ষোভের ফলে থমকে দীর্ঘক্ষন থমকে থাকে সাংসদ গাড়ী। এলাকার সাধারণ মানুষের অভিযোগ বন্যা দুর্গত সাধারণ মানুষ দের পাশে নেই সাংসদ খগেন মুর্মু ।
এলাকা বাসীর প্রশনো? বহুদিন ধরে নিখোঁজ রয়েছে সাংসদ। আজ ত্রান নিয়ে জাতপাত করতে এসছে ব্লক দপ্তরে।