জেলায় ৩০ টাকা মূল্যের আর্সেনিক মুক্ত জলপান কতটা নিরাপদ, উঠছে প্র
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
জেলায় ৩০ টাকা মূল্যের আর্সেনিক মুক্ত জলপান কতটা নিরাপদ, উঠছে প্রশ্ন।
মালদা:
মালদা জেলায় ২০ লিটারের আর্সেনিক মুক্ত জলের রমরমা। তবে এই জল কতটা নিরাপদ তানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্য থেকে। প্রশ্নের মুখে পরছেন জাল সরবরাহক সংস্থা গুলি। গোটা রাজ্যে সম্ভবত ১ লিটার আর্সেনিকমুক্ত জলের দাম কুড়ি টাকা। অথচ তিরিশ টাকার বিনিময়ে জেলায় পাওয়া যাচ্ছে কুড়ি লিটার আর্সেনিকমুক্ত জল কিন্তু কেন? সোমবারের এক সংবাদ মাধ্যমে জল সংক্রান্ত খবর সম্প্রচারের সম্বন্ধে মালদা শহরের কুটিটোলা এলাকার বাসিন্দা মাসিদুর রহমান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান। এই দিন এক সংবাদ মাধ্যমে দেখেছেন।জল প্রস্তুতকারকের অসাধু ব্যবসার কথা। কিন্তু ৩০ টাকার বিনিময়ে মালদা জেলায় আর্সেনিকমুক্ত জল কুড়ি লিটার আর্সেনিক মুক্ত জল পাওয়া যায়। অথচ ১ লিটার মিনারেল ওয়াটারের দাম সম্ভবত কুড়ি টাকা। তার জন্য কেনো মাথা ব্যথা নেই ব্যবসায়ী মহল থেকে সংবাদমাধ্যমের? তাহলে ৩০ টাকার বিনিময়ে কুড়ি লিটার জলের বোতল বিষক্রিয়ায় যুক্ত জল খাওয়ানো হচ্ছে জেলার সাধারণ মানুষকে? এই ঘটনার জন্য জেলার ব্যবসায়ী মহলের কোন মাথাব্যথা নেই। যদি ৩০ টাকা মূল্যের কুড়ি লিটারের আর্সেনিক মুক্ত জল বিষক্রিয়া হয়। তাহলে জেলায় এক ধরনের অসাধু ব্যবসায়ীরা দিনের পরদিন অসাধু ব্যবসা করে আসছেন। এই ৩০ টাকা মূল্যের আর্সেনিকমুক্ত কুড়ি লিটারের জার বিষক্রিয়া জল বিক্রয় করে। জেলার সাধারণ মানুষ জানতে চাই ৩০টাকা মূল্যের আর্সেনিক মুক্ত জলের জার সত্যিই কি আর্সেনিকমুক্ত জল?