মদ্যপানের টাকা না দেওয়ায় বাবা মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধ
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
মালদা: মদ্যপানের টাকা না দেওয়ায় বাবা মাকে মারধরের অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। এমনকি বাবা-মার প্রাণনাশেরও চেষ্টা করে ছেলে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার অন্তর্গত মিল্কি ফাঁড়ির বালুপুর গ্রামে। অত্যাচারিত বাবা বাধ্য হয়ে মালদা মিল্কি ফাঁড়িতে ছেলের নামে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধ বাবার নাম ননী গোপাল ঘোষ(৮০) ও মা হেমলতা ঘোষ(৭৪)। তাঁদের দুই ছেলে রয়েছে। একসময় ননী গোপাল ঘোষ বেসরকারি সংস্থায় কাজ করতেন। বয়সের ভারে বহুদিন হল তা ছেড়ে দিয়েছেন। এখন বড় ছেলে জয়দেব ঘোষের সঙ্গেই থাকেন স্বামী-স্ত্রী। জয়দেব একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর কাজ করে।
অভিযোগ, বেশ কিছুদিন ধরে জয়দেব মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে মদ্যপানের জন্য টাকা চাইতে থাকে মায়ের কাছে। আর তা দিতে অস্বীকার করলেই তাদেরকে বেধড়ক মারধর শুরু করে সে। রবিবারও মদ্যপানের টাকা দিতে অস্বীকার করলে মাকে মারধর শুরু করে জয়দেব। বাবা ননীগোপাল ঘটনার প্রতিবাদ জানালে সে বাঁশ নিয়ে বাবার ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে ও প্রাণনাশের চেষ্টা করে। প্রতিবেশীদের তৎপরতায় কোনওরকমে তাদেরকে উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারাই। প্রাথমিক চিকিৎসার পর হেমলতা দেবীকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছেলে জয়দেব। ঘটনার পর বাবা ননীগোপাল মিল্কি ফাঁড়িতে তাঁর বড় ছেলে জয়দেবের নামে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা মিল্কি থানার পুলিশ।