প্রচন্ড গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলল মালদা জেলাবাসী।
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রোববার
প্রচন্ড গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলল মালদা জেলাবাসী।
মালদা:
রবিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, কখনো ঘন মেঘ ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামছে মালদা জেলার বিভিন্ন প্রান্তে। তাই প্রচন্ড গরমে থেকে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মালদা জেলাবাসী। একদিকে প্রচন্ড গরম থেকে স্বস্তি পেতে বৃষ্টি নামায় খুশি যেমন সাধারণ মানুষ, অপরদিকে পুজোর মরশুমে বৃষ্টি নামায় আতঙ্ক সৃষ্টি করেছে পুজো কমিটি গুলোর মধ্যে। আর মাত্র হাতে গোনা পুজোর কটা দিন জোর কদমে চলছে পূজো মন্ডপ ও প্রতিমা তৈরীর কাজ। এভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে প্রচন্ড বিপদের সম্মুখীন হতে হবে জেলার পুজো কমিটি গুলোকে। তাই কপালে ভাঁজ পড়ল পুজো কমিটি দের। রবিবার ছুটির দিনে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কারণে শীতল পরিবেশের আজ কিছু সাধারণ মানুষের আজকের মেনু তে থাকছে ,ভাজা ইলিশ, খিচুড়ি বেগুন ভাজা । ছুটির এই শীতল আবহাওয়ায় কবজি ডুবিয়ে খাওয়া বাঙ্গালীদের আনন্দ ই আলাদা।