চাঁচলে অচল স্থায়ী ও অস্থায়ী আধার কেন্দ্র, প্রতিবাদে ছাত্র সংগঠন
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
উজির আলী,চাঁচলঃ ১৬ সেপ্টেম্বর
অস্থায়ী কেন্দ্রগুলিতে কাজ বন্ধ মাস খানেক ধরেই। চাঁচল উপ ডাকঘরেও আধারের কাজ হচ্ছে না বলে অভিযোগ। এ দিকে এন আর সি আতঙ্কে ভুগছে চাঁচল বাসী। পরিবারের সমস্ত নথি সঠিক রাখা বাঞ্চনীয়। ব্লকে ব্লকে শুরু হয়েছে রেশন কার্ড সংশোধন। অনলাইনে জারি রয়েছে ভোটার কার্ড আডডেশন। এলাকায় নেই আধার কেন্দ্র। বিপাকে পড়েছেন চাঁচলবাসী।
জন সাধারন জানাচ্ছেন, নতুন আধার যেমন তৈরি হচ্ছে না, পুরোনো আধার কার্ডের ভুলও সংশোধন করা হচ্ছে না কোনো স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে। তাঁদের প্রশ্ন, তা হলে কী ভাবে সমস্ত নথিপত্র সঠিক হবে! এমতাবস্থায় চাঁচল উপ-ডাকঘরের বাইরে আধার আপডেশন কেন্দ্র ব্যানার ঝুলানো থাকায়,এলাকাবাসীর নজড়ে পড়ে। কিন্তু আধার সংক্রান্ত কোনো কাজ হয়না বলে অভিযোগ। এদিন জনসাধারণের দাবীতে চাঁচল উপ ডাকঘরে আধার সংক্রান্ত নিয়ে প্রতিবাদ জানান চাঁচল তৃনমুল ছাত্র পরিষদের প্রতিনিধিরা। তাদের দাবী বর্তমানে মহকুমা জুড়ে নেই কোন অস্থায়ী আধার কেন্দ্র। ডাকঘরে স্থায়ী থাকা সত্যেও কাজ হচ্ছে না কেন? এনিয়ে একটি শ্মারকলিপিও জমা করেন ছাত্র সংগঠনের কার্যনির্বাহী সভাপতি বাবু সরকার ও ছাত্রনেতা রকি খঁান।
চাঁচলে আধার তৈরির সমস্যার কথা অবশ্য জানা নেই কার্ড তৈরির দায়িত্বপ্রাপ্ত সদর দপ্তরের। উপর মহলে জানানো হবে, চাঁচল শহরে আধার তৈরির কাজের সমস্যা জানানো হবে। তবে সমস্যার কথা স্বীকার করছেন উপ ডাকঘরের সাব পোষ্ট মাষ্টার গোপাল চন্দ্র পাল। তিনি জানান দ্রুত আধার কার্ড সংক্রান্ত কাজ শুরু হবে ডাকঘরে। আমরা সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিন চাঁচল 1 নং ব্লক দফতরেও শ্মারকলিপি জমা করেন তৃনমুল ছাত্রপরিষদ। জয়েন বিডিও মোহন বর্মা জানান, এনিয়ে আমরা খতিয়ে দেখছি। দ্রূত এলাকায় আধার সমস্যা মিটবে বলে আশ্বাস দেন।