রতুয়াঃ
মালদহের রতুয়া-১ নং ব্লক তৃনমুল ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার এই রক্তদান শিবির আয়োজিত হয় সামসি এগ্রিল উচচ বিদ্যালয় প্রাঙ্গণে। উদ্যোক্তা রতুয়া-১ ব্লক তৃনমুল ছাত্র সংগঠনের সভাপতি নাসিম আক্তার লাল জানান, শিবিরে পুরুষ মহিলা উভয়ে সর্বমোট ১১৭ জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরের সভাপতি তথা মিসবাউল আলম জেমস জানান, রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, ২২ নং জেলাপরিষদ সদস্য হুমায়ুন কবীর বাজনা,মালদা জেলা তৃনমুল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসুন রায়, তৃনমুল নেতা মহঃ ইয়াসিন, এছাড়াও উপস্থিত ছিলেন রতুয়া-১ নং ব্লকের অন্তর্গত ১০ টি বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধান।
উদ্যোক্তা নাসিম আক্তার বলেন,
"ফুটবে হাসি বাঁচবে প্রান
তুমি দিলেই রক্তদান"।
এই ল্শোগানের আহবানে আজ আমরা বহু রক্ত সঞ্চয় করতে পেরেছি। আজ আমিও রক্তদান করলাম। গোটা জেলা জুড়ে ব্লাড ব্যাঙ্কের, রক্ত সঙ্কট চলছে।তাই এই সঙ্কট নিরসনে আমরা এই উদ্যোগ নিয়েছি। তবে রক্তদানের মাধ্যমে বিভেদ ভুলে ভাতৃত ও সম্প্রীতির বার্তাও দেন রতুয়া তৃনমুল ছাত্র পরিষদ একক।
এদিন রক্তদান শিবিরে হুমায়ুন কবীর বাজনা সমস্ত রক্তদাতাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন বলে খবর।