রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

চাঁচলঃমালদা

এক সপ্তাহের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল চাঁচল আশাপুর রাজ্য সড়কের  আশাপুর ষ্ট্যান্ডের ৭০ মিটার অংশ।
 রাজ্য সড়কের ওই  ব্যস্ততম ষ্ট্যান্ড জলমগ্ন হয়ে পড়ায় পথ চলাচলে নাজেহাল হলেন সাধারণ পথচারী ও যাত্রীবাহী চালকেরা। ষ্ট্যান্ডের বেহাল নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
জলের উপর দিয়েই চলাচল করছে যানবাহনও। স্থানীয়রা জানান, এই পথ ধরেই এলাকার ব্যাংক, পুলিশ ফাঁড়ি, বিদ্যালয়ের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস কাছারিতে যাতায়াত করতে হয়। উঃ ও দঃ দিনাজপুর জেলা সহ শিলিগুড়ি ও কলকাতার মতো স্থানে এই সড়ক ধরেই চলাচল করে বিভিন্ন যানবাহন। প্রতিদিন শত শত মানুষ এই রাজ্য সড়কের ষ্ট্যান্ড হয়েই চলাফেরা করেন পথচারীরা। অবিলম্বে এই সমস্যা সমাধানে উদ্যোগী হোক প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ষ্ট্যান্ডের ধারের ড্রেনগুলো বেহাল হওয়ায় এমন অবস্থা। সড়কটি অপেক্ষাকৃত নীচু হওয়ায় বৃষ্টির জল ষ্ট্যান্ডের উপর গিয়ে দাঁড়ায়। ফলে একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে আশাপুর ষ্ট্যান্ড। এলাকার বাসিন্দা মাসুদ আলী বলেন, চাঁচল শহরে যেতে হলে ওই ষ্ট্যান্ড ধরেই যেতে হয়।
রাস্তা দিয়ে পথ চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগী হয়ে ব্যবস্থা গ্রহণ করুক। ষ্ট্যান্ডের পাশ দিয়ে ড্রেন তৈরি করা হলে এই সমস্যার সমাধান হবে বলে জানান স্থানীয়রা। দ্রুত এই সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খরবা গ্রাম পঞ্চায়েত প্রধান পারভিন খাতুন।