রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মৃতের পরিবারকে সাহায্য করলেন প্রাক্তন বিধায়ক তজমূল হোসেন

মহঃ নাজিম আক্তার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

হরিশ্চন্দ্রপুর,১১ সেপ্টেম্বরঃ সোমবার রাতে মানিকচকে নূরপুরের মন্ডলটোলা গ্রামে লাঠি খেলা দেখতে গিয়ে নবনির্মিত বাড়ির পাঁচিল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরের ।মৃতের নাম রমজান রজক(১৫)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মালিওর -১  গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামুখা বাধরোডে।খবর পেতেই বুধবার মৃতের পরিবারের  সঙ্গে সাক্ষাৎ করতে ছুটে যান রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তথা হরিশ্চন্দ্রপুরের -১নং ব্লকের  তৃণমূল কংগ্রেসের সভাপতি তজমূল হোসেন।মৃতের পরিবারকে চাল,কাপড়,পলিথিন ও সমব্যাথী প্রকল্পের ২ হাজার টাকা দিয়ে সাহায্য করেন ।এছাড়াও মৃতের  পরিবারকে বাড়ি করে দেওয়ার আশ্বাসও দেন।পরবর্তীকালে পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবেন তাও বলেন ।

এদিন উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর - ১ ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা, হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সভাপতি জুবেদা বিবি, মালিওর-১ পঞ্চায়েতের শাসকদলের উপপ্রধান পিঙ্কি বালা রবিদাস সহ এলাকার সমস্ত নেতাকর্মীরা । 

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার শোভাযাত্রার আগে সোমবার রাতে ছিল লাঠি খেলার চূড়ান্ত প্রস্তুতি ।তাই নূরপুরের মন্ডলটোলায় লাঠি  খেলা দেখতে ভিড় জমিয়ে ছিলেন প্রায় শতাধিক মানুষ ।সেখানে নবনির্মিত একটি পাঁচিলের উপরে উঠে খেলা দেখছিল বেশ কিছু শিশু ও  কিশোর।পাঁচিলের নীচেও আবার কিছু শিশু, কিশোর  সহ অনেকে বসে খেলা দেখছিল। হটাৎ  ঘটে বিপত্তি।নীচে বসে থাকা শিশু, কিশোরদের ওপর নবনির্মিত পাঁচিলটি ভেঙে পড়ে।আঘাত লেগে ভীষণ ভাবে জখম হয় তারা।যারা উপরে বসেছিল তাদেরও অনেকে ভীষণভাবে  আহত হয়।অনেকের ইট মাথায়, গায়ে পড়ে ।নীচে বসে থাকা অনেকের প্রচন্ড আঘাত লাগে ।রক্তাক্ত কান্ড ঘটে যায়।এক কিশোর রমজান রজক সহ বেশ  কয়েকজন আহত হয়।সঙ্গে সঙ্গে এদের প্রথমে নূরপুর হাসপাতালে  ও পরে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে রমজান রজকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

সভাপতি তজমূল হোসেন বলেন, নূরপুরের ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক।হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা যে শিশুটির মৃত্যু হয়েছে,  সে আত্মীয়ের বাড়িতে বেড়াতে  গিয়েছিল।প্রশাসন এদের পাশে আছে।যে সকল সহযোগিতা  প্রয়োজনীয়,সেসবই করা হবে ।