NRCর প্রতিবাদে রাজনগরে মিছিল। ১০০ বিজেপি কর্মী যোগ দিলো তৃনমূলে।
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
NRCর প্রতিবাদ করে বীরভূমের রাজনগরে তৃণমূল কংগ্রেস। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন সুকুমার সাধুর নেতৃত্বে আয়োজিত এই মিছিল তৃনমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে। এরপর দলীয় কার্যালয়ে চন্দ্রপুর অঞ্চলের প্রায় ১০০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। চন্দ্রপুর অঞ্চলের গনেশপুর সংসদের বিজেপি কর্মী রামকৃষ্ণ দোলুইয়ের নেতৃত্বে এইসব বিজেপি কর্মীরা তৃনমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলেদেন রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধু ও তৃনমূল নেতা অরুণ চক্রবর্ত্তী। বিজেপি কর্মী রামকৃষ্ণ দোলুই জানান তাঁরা আগে তৃনমূলই করতেন পরে বিভ্রান্ত হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু নিজেদের ভূল বুঝতে পেরে তাঁরা পূনরায় তৃনমূলে যোগ দিলেন।
উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন সুকুমার সাধু, তৃণমূল নেতা অরুণ চক্রবর্তী, মহঃ সরিফ, রানা প্রতাপ রায়, প্রানতোষ ওঝা, সৌমিত্র সিংহ, সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।
তৃনমূল কর্মীদের ফের দলে ফিরে আসাতে চন্দ্রপুর অঞ্চলের তৃনমূলের সাংগঠনিক শক্তি আরও দৃঢ় হল বলে ধারনা রাজনৈতিক মহলের।