ভাতৃত্বের বন্ধন দৃঢ় হোক রক্তের বন্ধনে" স্লোগানকে সামনে রেখে রক্ত
হক জাফর ইমাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার
মালদা:
ভাতৃত্বের বন্ধন দৃঢ় হোক রক্তের বন্ধনে" এই স্লোগানকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল মালদা শহরের কৃষ্ণ পল্লী এলাকায় অবস্থিত ইন্ডিয়ান ফিটনেস জিম কর্তৃপক্ষ। রবিবার সকালে জিমেই আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরের। উপস্থিত ছিলেন ২০১৯ মিস্টার ইন্ডিয়া নীলকান্ত ঘোষ, জিমের কর্ণধার সামীর শেখ, বডি বিল্ডার রাম সরকার, বিশিষ্ট সমাজসেবী ভাস্কর সরকার সহ অন্যান্যরা। জানা যায় এদিন স্বেচ্ছায় ৩০ জন রক্তদাতা রক্ত দান করেন। এই শিবিরের অন্যতম আকর্ষণটি হলো মিস্টার ইন্ডিয়া নীলকান্ত ঘোষ নিজেই রক্তদান করেন। নীলকান্ত ঘোষ জানান" রক্তদান একটি মহৎ কাজ এবং রক্তদান করা অত্যন্ত জরুরি, রক্তদান করে প্রকৃত হিরো হওয়া যায়।"
জিম এর কর্ণধার সামীর শেখ জানান " রক্তদান আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্যের সঙ্গে সঙ্গে সামাজিক সচেতনতা দরকার তাই আমাদের রক্তদান কর্মসূচী। সকলের সহযোগিতায় রক্তদান কর্মসূচি সফল করা সম্ভব হয়েছে।