ছাত্র সংগঠনের হাসপাতাল পরিদর্শন,থেমে থাকলো না রক্তদান
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার | আপডেট: ০৮:৪৫ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

হাসপাতাল পরিদর্শনে ছাত্র সংগঠন (ছবিটি তুলছেন উজির আলী)
চাঁচলঃ
শনিবার মালদহের চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন চাঁচল কলেজ তৃনমুল ছাত্র সংগঠন। হাসপাতালের সুপার অ্যাসিষ্টন্টের সহযোগীতায় এদিন হাসপাতাল পরিদর্শন করে ছাত্র সংগঠন বলে খবর।
ছাত্র সংগঠনের কার্যনির্বাহী সভাপতি বাবু সরকার জানান, হাসপাতাল চত্বরে সুন্দর চিকিৎসা ও পরিচ্ছন রয়েছে বহুতল।
প্রতিনিয়ত এদিনও থেমে থাকলো না রক্তদান প্রক্রিয়া।
যা একবছর ধরে হয়ে আসছে।
ব্লাড ব্যাঙ্ক সূত্রে খবর, এদিন দুজন মূমুর্ষু রোগীকে রক্তদান করে পরিদর্শনকারীরা।
রতুয়া 1 ব্লক লস্করপুরের সাহেবা বেগমকে(44)(O+)এক ব্যাগ রক্ত দেন ছাত্রনেতা রকি খান।
প্রমোদ নাথ নামক(51) এক ব্যক্তিকে রক্তদান করেন(B+) আরেক ছাত্র নেতা। যার নাম সংগঠন গোপন রেখেছে।