শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুরাতন মালদা পৌরসভার পৌরপিতা কার্তিক ঘোষের বিরুদ্ধে অনাস্থা

হক জাফর ইমাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪০ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

পুরাতন মালদা পৌরসভার পৌরপিতা কার্তিক ঘোষের বিরুদ্ধে অনাস্থা ১৪ জন কাউন্সিলারের।

মালদা: মালদা ইংরেজবাজার পৌরসভার পৌরপিতা নীহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা পর এইবার পুরাতন মালদা পৌরসভার পৌরপিতা কার্তিক ঘোষের বিরুদ্ধে অনাস্থা আনল ১৪ জন কাউন্সিলর। শুক্রবার ১৪ জন কাউন্সিলরের পক্ষ থেকে মহাকুমা শাসক কে অনাস্থার চিঠি দেওয়া হয়। তাতে ১৪ জন কাউন্সিলরের সাক্ষর রয়েছে। বর্তমানে পুরাতন মালদা পুরসভায় ১৯ জন কাউন্সিলরের মধ্যে ১৪ জন স্বাক্ষর করেছেন বাকি চারজন স্বাক্ষর করবেন বলে দাবি করেছেন।গত কয়েক মাস ধরে চাপা উত্তেজনা ছিল পুরাতন মালদা পৌরসভায়। বারবার বর্তমান চেয়ারম্যান কার্তিক ঘোষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সরব হয়েছিলেন কাউন্সিলররা।এদিন কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন আজ আমরা পুরাতন মালদা পৌরসভার পৌর পিতা কার্তিক ঘোষের বিরুদ্ধে ১৪ জন কাউন্সিলর মিলে অনাস্থা ডাকা হয়েছে। পৌর পিতা ছাড়া বাকি চারজন কাউন্সিলরের সমর্থন আমাদের সাথে আছে।২০১৯ সালে লোকসভা নির্বাচনে খারাপ ফল হওয়ার কারণে পৌরবাসীর কাছে আমাদের কথা শুনতে হচ্ছে। তাছাড়াও পৌরসভায় তিনি এককতন্ত্র ভাবে কাজ করেন। তাই পৌরবাসী চাইছেনা পৌরপিতা কার্তিক ঘোষ কে।  যদিও এই বিষয়ে পৌর পিতা কার্তিক ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।