সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

৬০ বছরের আদিবাসী বৃদ্ধার সফল হল ২২ কেজি ওজনের টিউমার অপারেশন

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:২৫ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার | আপডেট: ০২:২৫ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার


পুরাতন মালদহঃ
শুক্রবার পুরাতন মালদহ পৌরসভার এক বেসরকারি মৌলিক  নার্সিংহোমে  আদিবাসী বৃদ্ধার পেট থেকে ২২ কেজি ওজনের টিউমার এবং পিত্তথলি থেকে পাথর অপারেশন করলেন বেসরকারি হাসপাতালের  চিকিৎসকরা । জানা যায়, ফুলো হাসদা নামে বছর ৬০ এর  বৃদ্ধাকে নিয়ে পরিবার বহুদিন যাবৎ পেটে টিউমার নিয়ে সরকারি হাসপাতাল ঘুরোঘুরি করছিলন। যন্ত্রনায় ভুগছিলেন  বৃদ্ধা। শেষমেষ পরিবারের লোকেরা এদিন সকালে বেসরকারি নার্সিংহোমে ওই বৃদ্ধার অপারেশন করান । কর্তব্যরত ডাক্তারের অপারেশন সফল বার্তা শুনতেই সফল অস্ত্রোপচার হওয়ায় রোগীর পরিবারের সদস্যরা খুশিতে আপ্লুত হয়।