শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের সংলাপ চেয়ে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন ড. কামাল

জাগরণ রিপোর্ট  

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১০:১৮ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

ফের সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আজ রোববার চিঠি দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা . কামাল হোসেন। ঐক্যফ্রন্টের পক্ষে দুইজন প্রতিনিধি সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই চিঠি পৌঁছে দেবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

শনিবার সন্ধ্যার পর রাজধানীর মতিঝিলে . কামাল হোসেনের চেম্বার ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীকে আবারও চিঠি দেওয়ার এই সিদ্ধান্ত হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন আলোচনা অব্যাহত থাকবে এবং স্বল্প পরিসরে আলোচনা হতে পারে। সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যেন তফসিল ঘোষণা না করা হয়, সেজন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছে। সে বিষয়টি প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতেও উল্লেখ থাকবে। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, চলমান সংকট নিরসনের লক্ষ্যেই আমরা আবারও সংলাপে বসতে আগ্রহী।