বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:০২ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

চাঁচলঃ

২৮ শে আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে আজ মালদা জেলার গৌড়বঙ্গ অধীনের কলেজগুলি থেকে  কলকাতায় পৌছাল তৃনমুল ছাত্র পরিষদের সদস্যরা।
চাঁচল কলেজ ও হরিশ্চন্দ্রপুর কলেজের আজই পৌছাল গন্তব্যস্থলে। ২৮ শে আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কলকাতার গান্ধী মুর্তির পাদদেশে মহা সমাবেশে উপস্থিত হতে চলেজে তৃনমুল ছাত্র পরিষদ সংগঠনগুলি । । যার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। বক্তব্য দিবেন রাজ্য তৃনমুলের শীর্ষ  নেতারাও।
চাঁচল কলেজের তৃনমুল ছাত্র সংগঠনের কার্যনির্বাহী সভাপতি বাবু সরকার জানান, গতকালই সামসি ষ্টেশন হইতে ২০০ জন ছাত্র সদস্য শিয়ালদহ ষ্টেশনে আজ পা দিয়েছি। গন্তব্যস্থলে পৌছানোই আমাদের উদ্দ্যেশ্য বলে জানান চাঁচল কলেজের ছাত্রনেতা ফারুক হোসেন ।
হরিশ্চন্দ্রপুর কলেজ থেকে 220 জন ছাত্র সদস্য হরিশ্চন্দ্রপুর হইতে শিয়ালদহ ষ্টেশনে পা রেখেছে বলে জানান  হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্র সংগঠন সভাপতি বিমান ঝাঁ।

সকলেরই  কলকাতা পৌরনিগম ভবনের ২৪ নং ওয়ার্ডে আশ্রয়স্থল হয়েছে বলে খবর। 
জানা যায় সামসি কলেজের তৃনমুল ছাত্র পরিষদের জি এস সেখ নাসির আজই ১০০ জন ছাত্র সংগঠন সদস্যকে নিয়ে হাটেবাজার এক্সপ্রেসে পাড়ি দিবে কলকাতায়।
তৃনমুল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে  সবথেকে বেশী সংখ্যক সদস্য উত্তরবঙ্গের মালদা জেলা থেকেই উপস্থিত হয়েছেন বলে জানান, জেলা তৃনমুল ছাত্র পরিষদ জেলা সভাপতি প্রসূন রায়।