সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ এবং রাষ্ট্রীয় আদিবাসী ছাত্র সংঘের

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

সেনা চন্দ্র উত্তরপ্রদেশে আদিবাসীদের নৃশংস হত্যার প্রতিবাদে শুক্রবার মালদা জেলার রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ এবং রাষ্ট্রীয় আদিবাসী ছাত্র সংঘের তরফ থেকে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পরে জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন।

এই দিনের বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের কডিনেটার  মনাতোন হেমরম জানান গত ১৭ ই জুলাই উত্তরপ্রদেশে আদিবাসীদের ৬৩৮ বিঘা জমি উচ্চবর্ণের লোকেরা কেড়ে নিয়েছে তারই প্রতিবাদে সেখানকার আদিবাসীরা রাস্তায় নেমেছিলেন। সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্মমভাবে আদিবাসীদের উপর অত্যাচার এবং হত্যা লীলা চালানো হয়েছে। তার প্রতিবাদে আমরা পথে নেমেছি। আমাদের সরকারের কাছে দাবী হল যে পরিবার গুলিতে হত্যা হয়েছে সেই পরিবারগুলোকে এক কোটি টাকা করে সরকারের তরফ থেকে দিতে হবে। ভারত সরকার আদিবাসীদের সুরক্ষা দিতে না পারার জন্য আদিবাসীদের বৈধ লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রো রাখার অনুমতি দিতে হবে আদিবাসীদের। এছাড়াও মৃত পরিবারের লোকেদের সরকারি চাকরি দিতে হবে। যতদিন আমাদের দাবি গুলি না মালা হবে ততদিন আমরা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাব।