শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মিশন নির্মল বাংলা’ নিয়ে ক্যুইজ

হক জাফর ইমাম, মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

মালদা ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মিশন নির্মল বাংলা’‌ নিয়ে ক্যুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলের সভা কক্ষে। ৩০টি স্কুলের পড়ুয়ারা প্রতিযোগিতায় অংশ নেয়। মিশন নির্মল বাংলানিয়ে জমে ওঠে বক্তৃতা প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার আধিকারিক চন্দন গুহ,নারুগোপাল রায় সহ অন্যান্য অতিথিরা। সেখানে ‘‌সব বাড়িতেই শৌচাগার, তবেই তার সৎ ব্যবহার’‌ ধরণের বিষয় উঠে আসে। যেখানে সেখানে মল ত্যাগের ফলে কীভাবে মানুষের শরীরে রোগ ছড়াতে পারে, তার ওপর আলোকপাত করা হয়। এদিকে বাড়িতে বাড়িতে শৌচাগারের ওপর জোর দেওয়া হয়। তাতে উঠে আসে মানুষকে সচেতনার কথাও। গ্রামীণ এলাকায় মানুষ এখন কীভাবে শৌচাগারের ওপর নির্ভর হচ্ছে, সেই দিকটাও উঠে আসে বক্তৃতায়।