কুলপী ব্লকের বেলপুকুর গ্ৰাম পঞ্চায়েতে ৭৩তম স্বাধীনতা দিবস
সানাউল্লাহ আহমেদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার
কুলপি ব্লকের অন্তর্গত বেলপুকুর গ্ৰাম পঞ্চায়েতে ৭৩ তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপিত হলো।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অএ এলাকার পঞ্চায়েত প্রধান ঝুমা বিশ্ব কর্মা তিনি তুলে ধরলেন ভারতের বীর শহীদদের কথা যারা ভারতবর্ষের স্বাধীনতা এনেদিয়েছে এছাড়াও কিছু সমাজ সেবক কাজ এই দিনে করার উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অএ এলাকার পঞ্চায়েত সচিব তথা করিম বক্স মোল্লা তিনি বললেন" কতটা কান পাতলে দেশের আর্তপীড়িত হত দরিদ্রদের কান্নার আওয়াজ শোনা যায়,কতটা দেশকে ভালোবাসলে পরে দেশপ্রেমিক হওয়া যায় ,কতটা সেবা করলে পরে সমাজ সেবক হওয়া যায়"। এছাড়াও উপস্থিত ছিলেন সিতাংশু শেখর মন্ডল ও সঞ্চালক শ্রীমন্ত তেরলী।উপ-প্রধান নাজিম উদ্দিন পিয়াদা তুলে ধরলেন আগামীতে হাজারো যুবকদের ভূমিকা দরকার আমাদের দেশের বর্তমান পরিস্থিতিকে পরিবর্তন করতে ও দেশকে এগিয়ে নিয়ে যেতে । আলতাব হোসেন মোল্লা বললেন দেশের প্রত্যেক নাগরিকের ভূমিকা কেমন হওয়া উচিত এবং সমাজের প্রত্যকটা স্তরের কর্মীদের ঈমানের সহীত কাজ করতে হবে তবেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে। অনুষ্ঠানের একটি দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে সমাপ্তি সূচনা হয়।