সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন আন্ধার মানিক চাইল্ড কেয়ার মিশনে

সানাউল্লাহ আহমেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

 প্রতিবছরের ন্যায় এবছরও আন্ধার মানিক চাইল্ড কেয়ার মিশন কোনো অংশেই কমতি রাখলো না পালিত হল যাকজমকপূর্ণ ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন।দিনের শুরুতে মিশনের সভাপতি ও সম্পাদক মহাশয় দেশের গর্ব ত্রিবর্ন পতকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্তি সূচনা হলেও দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে দেশাত্মবোধক অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতি করিম বক্স মোল্লা (অত্র এলাকার পঞ্চায়েত সচিব) তুলে ধরলেন এদেশের স্বাধীনতার ইতিহাস এছাড়াও তিনি বললেন মানবিক মূল্যবোধের সঠিক বিকাশ ও প্রয়োগ করতে হলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়াও সহপতি সহ সম্পাদক ও কোষাধ্যক্ষ প্রত্যকেই দেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরলেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতি ভয়ানক এর মাঝে আইয়ামে জাহেলিয়াতের ফাটল একমাত্র ছাত্র-ছাত্রীদের দ্ধারাই সম্ভব আর তারাই পারে আগামী দেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দিতে।উক্ত সভায় উপস্থিত ছিলেন ডাঃ ত্বহা ইয়াসিন মোল্লা(সহ-সভাপতি ডি এন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংঘ)। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মিশনের প্রধান শিক্ষিকা নুরুন নেহা মির ও শিক্ষক- শিক্ষিকাদের তথা সামসুদ্দিন পিয়াদা,মোলিনা সাটুই,সাজিদূর রহমান,মিতালি হালদার, আকবার মোল্লা,ঝুমা বৈদ্য,নিরুপমা বৈদ্য, মেহবুবা ও হাসিবা খাতুন সহ অন্যান্য সদস্যদের ভূমিকা অনস্বীকার্য । অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক কবিতা, সংগীত ও শিশুদের নৃত্যের ছন্দে শেষ হয় অনুষ্ঠানের সমাপ্তি সূচনা।