রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪০ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

 

 

বীরভূম জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী বিদ্যালয়গুলোতে যথাযথ মর্যাদার সাথে পালিত হল স্বাধীনতা দিবস। প্রভাতফেরী, নাচ,গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। রাজনগরের ভারত পাবলিক স্কুল নামে একটি বেসরকারী বিদ্যালয়ে দিনটি বেশ ধুমধামের সাথেই উদযাপিত হল। বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের সভাপতি তথা এলাকার বিশিষ্ট শিক্ষক ও কবি কানাইলাল মন্ডল। পরে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের নিয়ে একটি বর্নাঢ্য শোভাযাত্রা করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের অভিভাবকরা। 

 

অপরদিকে রাজনগর উচ্চ বিদ্যালয়েও এদিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক সরোজকান্তি ভট্টাচার্য। বিদ্যালয়ের সভাকক্ষে নাচ, গান, কবিতা, আবৃতি পরিবেশন করে বিদ্যালয় ছাত্র ছাত্রী ও শিক্ষকরা। উপস্থিত ছিলেন শিক্ষক স্বরূপ কুমার আচার্য্য, শিক্ষক সোমনাথ সিনহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।