শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কংগ্রেসের হাত` ধরেই হালে পানি পেতে চাইছে বামেরা কটাক্ষ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১১ আগস্ট ২০১৯ রোববার

আগামী পুরসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে 'হাত' ধরেই হালে পানি পেতে চাইছে বামেরা কড়া ভাষায় কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবারই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর সঙ্গে বৈঠক করেছেন বাম নেতৃত্ব। সূত্রের খবর, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক স্বার্থে রাজ্যে জোটবদ্ধ হয়ে লড়বে বাম ও কংগ্রেস। বাম ও কংগ্রেসের আসন সমঝোতাকে এদিন কড়া ভাষায় কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন, ''কংগ্রেস, সিপিএম যতই বৈঠক করুক, প্রয়োজনে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে রাখুক। বিজেপির তাতে কিছুই যায় আসে না।'' এরপরই দিলীপ ঘোষের হুঁশিয়ারি, ''৪২ শতাংশ ভোট এসেছে। সেটা এবার ৫০ শতাংশ হবে।'' দিলীপবাবু এদিন অভিযোগ তোলেন, ''কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে। গোটা রাজ্যে আমাদের কর্মীরা হেনস্থার শিকার হচ্ছে। আমাদের কর্মীরা রাজনৈতিকভাবেই তার মোকাবিলা করবে।'

গত ৮ জুন দক্ষিণ দিনাজপুরে বিজেপির এক মিছিলে গোলমাল হয়। সেই ঘটনায় আইনি গেঁড়োয় নাম জড়ায় দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারসহ বেশ কয়েকজন জেলা নেতৃত্বের। সেই মামলার হাজিরা দিতেই আজ বুনিয়াদপুরে যান দিলীপবাবু। সকাল ১০টায় তিনি বুনিয়াদপুর কোর্টে হাজিরা দেন। এরপর দলীয় এক কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকে যান মালদায় দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বসেন বৈঠকে।