ভারত- বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং গরু পাচারকারীর সংঘর্ষে মৃত এক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:০৭ পিএম, ১১ আগস্ট ২০১৯ রোববার
ভারত- বাংলাদেশ সীমান্তে উত্তেজনা।বিএসএফের ২৪ নম্বর ব্যাটেলিয়ান জাওয়ানদের সাথে গোরু পাচারকারীর সংর্ঘসে বিএসএফের গুলিতে মৃত এক ধৃত দুই গরু পাচারকারী। ঘটনাটি ঘটেছে মালদা বৈষ্ণবনগর থানার বাখরাবাদ অঞ্চলের সুকদেপুর বিওপি ও সবদলপুর বিওপির মধ্যবর্তী এলাকায়। জানা যায় বুধবার ভোর রাতে ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে চোরাই ভাবে গোরু পাচার করছিল একদল পাচারকারী। টহলরত বিএসএফ জাওয়ানরা বাঁধা দিতে গেলে সংর্ঘস হয়। বিএসএফকে লক্ষ্য করে ইঁট বৃষ্টি করে গরু পাচারকারীরা। পাল্টা গুলি চালায় বিএসএফ। বিএসএফের গুলিতে এক গোরু পাচারকারী মৃত্যু হয়। মৃত পাচারকারীর নাম সফিকুল সেখ(২৬) বাড়ি মালদা বৈষ্ণবনগর থানার মোহনপুর গ্রামে। ধৃত দুই গরু পাচারকারীর নাম(১) দিলওয়ার হোসেন (২) রেজাউল শেখ বাকিরা পালিয়ে যায়। এদিকে জানা গেছে এ ঘটনায় ১৩ টি গরু সহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। বুধবার বিএসএফের পক্ষ থেকে ধৃত গরু পাচারকারীদের মালদা বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।