অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্বচ্ছতার পরিবেশ গড়তে কর্মশালা
হক জাফর ইমাম, মালদা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৪ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্বচ্ছতার পরিবেশ গড়েতে আইসিডিএস কর্মী ও সুপারভাইজারদের নিয়ে বুধবার কর্মশালার আয়োজন করা হল। চাঁচল -১ ব্লকের এম জি এন আর জি এস ভবনে বুধবার দুপুরে ব্লক প্রশাসন আই সি ডি এস সেল ও ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া এবংইউনিসেফের সহযোগিতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন অঙ্গনওয়াড়ি আইসিডিএস প্রজেক্ট চাঁদ এক আইসিডিএস প্রজেক্ট এর 28 টি অঙ্গনওয়াড়ি কর্মী ও সাতজন সুপারভাইজার ওই কর্মশালায় তাদের সামনে স্বচ্ছতার বিভিন্ন দিক গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওই কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁদ ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্য আইসিডিএস প্রজেক্ট এর সিডিপিও জ্যোতির্ময় সমাদ্দার ইউনিসেফের মালদহ জেলার আহবায়ক অ্যান্ড্রু গুরকিন,, ওয়ার্ল্ড ভিশনের পশ্চিমবঙ্গে প্রজেক্ট দিরেক্টর প্যাট্রিক ছেত্রী