সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেসমিন মারা গেছেন
বান্দরবন প্রতিনিধি
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৮:১৭ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ২২ দিন চিকিৎসা নেওয়ার পর মারা গেছেন জেসমিন আক্তার (১৮)।
শনিবার (৩ অক্টোবর)সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি। এর আগে গত ১১ অক্টোবর ভোরে বাসাবাড়িতে আগুন লাগলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন তিনি। তার বাড়ি বান্দরবান সদরের ক্যাচিংঘাটা এলাকায়।
নিহতের বড় ভাই ফারুক জানান,শনিবার সকাল সাড়ে ৬টায় তার বোন জেসমিন আক্তার ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে মারা গেছে। তাকে বান্দরবানেব নিয়ে আসলে জানাজা শেষ লাশ দাফন করা হবে।
উল্লেখ্য,গত ১১ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে ক্যাচিংঘাটার একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১৫টি দোকান ও পাঁচটি বসতবাড়ি পুড়ে যায়। এ সময় বসতবাড়ির একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে জেসমিন আক্তার, আনিস, জাহাঙ্গীর ও জয়নাল নামে চারজন আহত হন ।
এর মধ্যে জেসমিনকে প্রথমে বান্দরবান সদর ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।