সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লিস নদীর জলে বাধ ভেঙে প্লাবিত সাওগা বস্তি নিম্নমানের কাজের

সংবাদদাতা, মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২১ এএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার

গত কয়েকদিনের বৃষ্টিতে ডুয়ার্সের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার লিস নদীতে জল বেড়ে যায়। বুধবার রাতে সেই জলচ্ছাসে বাধ ভেঙে প্লাবিত হলো সাওগা বস্তি। জলে তলিয়ে গেল কয়েকটি পানীয়জলের কুয়ো, যোগাযোগকারি রাস্তার একমাত্র কালভার্ট ও কৃষি জমি। বস্তিবাসীর অভিযোগ বাধের কাজ নিম্ন মানের হওয়ার জন্য এই বিপদ হয়েছে। 
স্থানীয় বাসিন্দা বিরসা উরাও, সবল উরাওরা জানান গত রাতে নদীতে প্রচুর জল বেড়ে যায়। সেই জলে বাধের প্রায় ১০০ মিটারের মতো  ভেঙে গ্রামে জল ঢুকেছে। কালভার্ট ভেঙ্গেছে, কয়েকবিঘা আবাদি জমি নষ্ট হয়েছে। জলের কুয়ো ডুবে গেছে। গতবছর এই বাধটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পঞ্চায়েতকে বলার বাধ মেরামত করেছিল। কিন্তু, কাজ নিম্নমানের হওয়ার জন্য এই বিপদ হলো।এখনই মেরামত না জলে পরে সমস্যা বাড়বে।    
স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন, পঞ্চায়েত প্রধানকে বললে কোন গায়ে লাগায় না। ভালভাবে কাজ না হওয়ার জন্য এই বিপদ হয়েছে। যেকোনো দিন আমাদের গ্রাম ভাসিয়ে নিয়ে যাবে। 
বাগরাকোটে গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে এক পঞ্চায়েত কর্মী বলেন, জল কমলে বাধ মেরামত করা হবে।