রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নৌকায় ভোট চাইতে দেশে আসছেন শাবানা

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৮:০০ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

সকল জল্পনা কল্পনার ইতি টেনে অবশেষে নৌকার প্রচারণার জন্য দেশে ফিরছেন এক সময়ের জনপ্রিয় চিত্রতারকা শাবানা। স্বামীর হয়ে নৌকা প্রতীকে এলাকাবাসীর কাছে ভোট চাইবেন তিনি।  আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে অংশ নেবেন স্বামী ওয়াহিদ সাদিক।

বেশ কিছুদিন হলো ঢালিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল চিত্রনায়িকা শাবানার স্বামী ওয়াহিদ সাদিক নির্বাচনে লড়বেন।  কিন্তু এ বিষয়ে কোন মন্তব্য না করলেও অবশেষে সত্যতা অকপটে স্বীকার করলেন ওয়াহিদ সাদিক ।  জানা যায়, জাতীয় নির্বাচনে যশোর-৬ আসনে নৌকা প্রতীকে  গ্রিন সিগন্যাল পেয়েছেন ওয়াহিদ সাদিক। 
এক প্রশ্নের জবাবে শাবানা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি শাবানাকে নিবার্চন করতে বলেন।  তবে তিনি নিজে এ মুহূর্তে নিবার্চনে না আসতে চাইলেও স্বামী ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে নিবার্চন করবেন বলে ঘোষণা দেন।

এর আগে শাবানা স্বামীকে নিয়ে শ্বশুর বাড়ি কেশবপুরের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।  সেখানে স্বামীর অর্থায়নে একটি মসজিদ ও মক্তবের কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করার পর স্বামী ওয়াহিদ সাদিকের জন্য নৌকা মার্কায় ভোট চান।

এ সময় নির্বাচন প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘ কেশবপুরে আমার শ্বশুর বাড়ি।  আপনারা আমার আত্মীয়।  আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি।  আপনারা আমাদের সাথে থাকলে এলাকার উন্নয়নে যা যা করার করব।  আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, নানা কারণে ২০০০ সালের পর সিনেমা থেকে নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছেন ষাট দশকের এই কিংবদন্তী অভিনেত্রী।  তার ৩৬ বছরের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ২৯৯টি ছবি।  সম্মাননা হিসেবে অর্জন করেছেন ৯ বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার এবং প্রযোজক হিসেবে জাতীয় চলচিত্র পুরষ্কার।  এরপর আর বড় রূপালী পর্দায় দেখা যায়নি তাকে।  বর্তমানে স্বামী-সন্তান নিয়ে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে থাকেন তিনি।