শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৫৩ এএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

চাঁচলঃ

সোমবার চাঁচলের থাহাঘাটি হাই মাদ্রাসায় ৩০ তম বার্ষিকী পথ নিরাপত্তা নিয়ে
পড়ুয়াদের সেফ ড্রাইভ সেভ লাইফ সমন্ধে সচেতনতা শিবির  করা হলো। এই শিবিরে অংশ গ্রহন করেন চাঁচল থানার পুলিশ। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বাংলা বিভাগের  শিক্ষক হাসেনুর জামাল ও হাই মাদ্রাসার ছাত্রছাত্রীগন। মানুষের মধ্যে ট্রাফিক আইন সমন্ধে সচেতনতা বৃদ্ধি  করার লক্ষেই এই শিবির। দিন দিন দুর্ঘটনা  ঘটে চলেছে এবং যার বেশিরভাগ কারনটাই হল হেলমেট না পরা। তাই পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা থাকা সত্যেও সাধারন মানুষের সচেতনতা বাড়েনি!  যদিও প্রশাসনিক প্রচার ও প্রচেষ্টার ফলে বিগত বছরের তুলনায়  দুর্ঘটনা কিছুটা কমেছে। তাই আমাদের প্রত্যেকের উচিত বাইক চালানোর সময় হেলমেট পরে চালানো। কানে হেডফোন লাগিয়ে বাইক চালাতেও নিষেধাজ্ঞা করা হয় এই শিবিরে। থাহাঘাটি হাইমাদ্রাসার প্রধান শিক্ষক ছাত্রছাত্রী দের উদ্দেশ্যে বলেন, তোমাদের আঠারো বছর না হলে কখনই বাইক চালাবে না। বাংলা বিভাগের শিক্ষক হাসেনুর জামাল বলেন, ট্রাফিক আইন সর্বদা মেনে চলা উচিত। হেলমেট পরলে যেমন বেশিরভাগ  ক্ষেত্রেই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় তেমনি নিজের পরিবারকেও সুরক্ষিত রাখা যায়। কারন পরিবারের কারো কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে তার পুরো পরিবারকেই তা ভোগ করতে হয়। তাই ট্রাফিক মেনে চলা উচিত।
শিবিরের পাশাপাশি  নিকটস্থ গ্রামীণ সড়ক পথে মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও চাঁচল পুলিশ প্রশাসন জনসাধারণের প্রতি এক সচেতনতার পদযাত্রাও করেন।