কাটমানি ফেরতের দাবিতে বামেরা ডেপুটেশন দিলো বীরভূমে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার
কাটমানি নিয়ে এবার বামেরাও বিক্ষোভ মিছিল করলো বীরভূমের রাজনগরে। এক সময়ের বামেদের গড় বলে পরিচিত বীরভূমের রাজনগরে এবারের লোকসভা ভোটেরও ফল খুব খারাপ। মুখ্যমন্ত্রীর কাটমানি ইস্যুর পর বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। এবার এই ইস্যুতে বামেরাও ডেপুটেশন দিলো রাজনগর থানা ও বিডিওকে।
সোমবার বেশ কয়েকদফা দাবী নিয়ে রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন দিলো বামেরা। ভারতীয় কমিউনিষ্ট পার্টির রাজনগর শাখার দলীয় কার্যালয়ে প্রথমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা জ্যোতি বসুর জন্মদিবস উদযাপন করেন বাম কর্মী সমর্থকরা। জ্যোতি বসুর প্রতীকৃতিতে মাল্যদান ও পুস্পার্ঘ অর্পণ করার পর উপস্থিত বাম নেতা কর্মীর জ্যোতি বসুর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এরপর সেখান থেকে তাঁরা মিছিল করে প্রথমে রাজনগর থানায় ডেপুটেশন দেন। এরপর রাজনগরের বিডিওকেও এদিন ডেপুটেশন দেন তাঁরা। কাটমানি ফেরত, মিথ্যা মামলায় বামকর্মীদের ফাঁসানো সহ কয়েক দফা দাবী তাঁরা থানার ওসি ও বিডিওর কাছে পেশ করেন। এদিন উপস্থিত ছিলেন বাম নেত্রী কবিতা রায়, দেবীশ্বর পাউরিয়া, কালো কোড়া, সুকদেব বাগদি, তরুন মালী সহ অন্যান্যরা।