রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন

সংবাদদাতা, মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৪ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

 এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় নামলো বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা। শুক্রবার ১০ দফা দাবি নিয়ে মিছিল করে সংগঠনের সদস্যরা মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহার সাথে দেখা করেন। মিছিলের নেতৃত্ব দেন পৌরসভার বিরোধী দলনেতা সুপ্রতিম সরকার, যুবনেতা দেবজিৎ গুহচৌধুরি, ছাত্রনেতা ঋষভ রায় প্রমুখ। পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে ১০ দফা দাবির স্মারক পত্র চেয়ারম্যানের হাতে তুলে দেন। পরে ঋষভ রায় জানান, মালে বিরাট সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। কিন্তু,হামেশাই রোগীদের বাইরে রেফার করা হচ্ছে। ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে পানীয়জলের সমস্যা আছে। পাম্প ঘর আছে কিন্তু কর্মীদের অসহযোগিতায় জল পাওয়া যায় না। বিভিন্ন নালা গুলি বন্ধ হয়ে আছে। বর্ষায় জল জমে। অনেক কাজের টেন্ডার হয়েছে কিন্তু কাজ শুরু হয়নি। আবার অনেক টেন্ডার বাতিল হয়েছে। ১২ নম্বর ওয়ার্ডে জলাশয় ভরাট করা হয়েছে। প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য এই জলাশয় আবার খনন করা উচিত। 
এনিয়ে জানতে চাওয়া হলে চেয়ারম্যান স্বপন সাহা বলেন, ওনারা দাবীগুলি নিয়ে এসেছিল। কিছু দাবী যুক্তিগ্রাহ্যতা আছে। ঠিকাদার ও কনট্রাকটরদের কিছু সমস্যার জন্য কাজের গতি ব্যহত হচ্ছে। সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।