পরিস্রুত পানীয় জলের অভাবে ভুগছে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়
মো:নাজিম আক্তার। হরিশ্চন্দ্রপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:০০ এএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
হরিশচন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী পরিস্রুত পানীয় জলের অভাবে ভুগছে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ ইকরামুল হোসেন জানান, জেলা পরিষদের অর্থভান্ডার থেকে ১২ লক্ষ্য টাকা বরাদ্দে প্রায় ১০ বছর আগে স্কুল চত্বরে পরিস্রুত পানীয় জলের জন্য একটি সাবমার্শিবল বসানো হয় । দুই বছর চলার পর সেটি বিকল হয়ে পড়ে।স্কুল থেকে সেটি বারদুয়েক মেরামত করা হলেও দু বছর ধরে সাবমার্শিবল টি বিকল অবস্থায় পড়ে রয়েছে । তৎকালীন হরিশ্চন্দ্রপুর - ১ নং ব্লকের বিডিও এম ডি লামা কে লিখত ভাবে অভিযোগ জানিয়েও কোনও কাজের কাজ হয়নি।দ্রুত মেরামতের প্রতিশ্রুতি দিলেও আজও পর্যন্ত জল প্রকল্পটি চালু হয়নি । বাধ্যতামূলক ছাত্র-ছাত্রীরা স্কুলের নলকূপের আর্সেনিকযুক্ত জল পান করছে । তার ফলে ছাত্র-ছাত্রীরা পেটের নানা অসুখে আক্রান্ত হয়ে পরছে ।
ইংরেজি বিভাগের সহ-শিক্ষক প্রদীপ কুমার মণ্ডল জানান , দেড় হাজার ছাত্র-ছাত্রীদের জন্য মাত্র একটি নলকূপ রয়েছে ।ছাত্র-ছাত্রীরা ঘন্টা পর ঘন্টা ধরে নলকূপের ধারে জল পানের জন্য অপেক্ষা করেন ।
একাদশ শ্রেণির ছাত্রী শিলা শর্মা, মৌসুমী খাতুনরা জানান, পরিস্রুত পানীয় জল বোতলে করে বাড়ি থেকে নিয়ে আসতে হয় ।সেই জল তাদের সারাদিন চলে না , তাই নলকূপের আর্সেনিকযুক্ত জলও পান করতে হয় ।যার ফলে তারা নানা ধরনের পেটের সমস্যায় পড়ছে ।
হরিশ্চন্দ্রপুর - ১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু শিগ্ররই জল প্রকল্পটি মেরামতের আশ্বাস দিয়েছেন