নাগরাকাটায় সংখ্যালঘু সেল খোলার দাবী উঠল
সংবাদদাতা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২৬ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
রাজ্য সরকার সংখ্যালঘুদের জন্য একাধিক উন্নয়ন মুলক কাজ করেছে। সেই কাজের সুবিধা প্রান্তিক এলাকার সংখ্যালঘু মানুষের কাছে পৌঁছে যায় সেই জন্য নাগরাকাটায় সংখ্যালঘু সেল খোলার দাবী জানালো উত্তরবংগ অল ডুয়ার্স খ্রিস্টান মাইনোরিটি এসোশিয়েশন। বুধবার দুফুরে সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল নাগরাকাটার বিডিও স্মৃতি সুব্বার সাথে দেখা করেন। প্রতিনিধি দলের সদস্যরা বলেন, রাজ্য সরকার সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছে। সেই সব কাজের সুবিধা প্রান্তিক এলাকার খ্রিস্টান, মুসলিম বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যালঘু মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য সংখ্যালঘু সেল খোলা দরকার। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের কারিগরি শিক্ষার জন্য এই এলাকায় একটা ভকেশনাল ট্রেনিং সেন্টার খোলা জরুরি। এরসাথে উচ্চ শিক্ষার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের ঋন পাওয়ার ব্যবস্থা হওয়া উচিত বলে তারা দাবি করেন।
বিডিও স্মৃতি সুব্বা বলেন, বিষয়টি সব দিক দেখে উপর মহলে জানিয়ে দেওয়া হবে।