বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
চাঁচলঃ বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামীন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা ও ছাত্র ছাত্রীরা। বুধবার ঘটনাটি সকাল 11 টা থেকে এখনও পর্যন্ত ঘটে চলেছে চাঁচল 1 নং ব্লকের ভগবান অঞ্চলের অড়বড়া এলাকায় সাহাবাজপুর হইতে অড়বড়া বেহাল রাস্তা পথ অবরোধ করে স্থানীয়দের অভিযোগ, ফাঁকা মাঠ লাগোয়া 3 কিমি ব দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল দশা। নেই পাকা রাস্তা। একাধিক পথ দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। এই রাস্তা দিয়ে শতাধিক পড়ুয়া চলাচল করে। স্বাধীনতার পর থেকে এই রাস্তার কোনো কাজ হয়নি। এমনকি পঞ্চায়েত প্রধানকে বারংবার জানানো সত্ত্বেও সমস্যার সুরাহা হয়নি। এদিন খবর পেয়ে উক্ত অঞ্চল প্রধান সাবিনা পারভিন ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আন্দোলনকারীদের বক্তব্য, ঘটনাস্থলে ব্লক আধিকারিক কে আসতে হবে। তাঁদের দিতে হবে লিখিত প্রতিশ্রুতি। যতক্ষণ না পর্যন্ত ব্লক আধিকারিক ঘটনাস্থলে আসছেন ততক্ষণ এই আন্দোলন চলবে। এদিকে অবরোধের জেরে আটকে রয়েছে সবুজ সাথী শতাধিক ছাত্রছাত্রী। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে।