শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজ্য বিধানসভার রণকৌশল ঠিক করতে রাজ্যে আসছে অমিত শাহ

পুষ্পপ্রভাত প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

  • কলকাতা: বিধানসভার রনকৌশল ঠিক করতে এবার রাজ্যে আসছেন অমিত শাহ। দলীয় সূত্রের খবর আগষ্ট মাসেই রাজ্যে আসতে পারেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তারসঙ্গে রাজ্যে আসবেন দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কার্যকারি সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহকে রাজ্যে এসে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা জানায় রাজ্য বিজেপির প্রতিনিধি দল। রবিবার রাতে দলের এরাজ্যের নেতাদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠকেই রাজ্য বিজেপির প্রতিনিধি দল প্রস্তাব রাখেন দলের জেলার নেতাদের মনোবল বৃদ্ধি করতে অমিত শাহকে ফের বাংলায় প্রয়োজন।

 

তিনি বাংলায় দলীয় নেতাদের উদ্বুদ্ধ করলে রাজ্যের মাটিতে তৃণমূল বিরোধী ঝড় তুলতে আরও সুবিধে হবে। দিলীপ ঘোষ, সুব্রত চ্যাটার্জিদের কথা মেনে নিয়ে অমিত শাহ রাজ্যে ফের সাংগঠনিক বৈঠকের বিষয়ে রাজি হয়েছে। দলীয় সূত্রের খবর আগষ্ট মাসের ৯, ১৩ অথবা ১৯ শে আগষ্ট রাজ্য বিজেপি তার কার্যকারিনী বৈঠক ডাকবে। সেই বৈঠকে দলের সবস্তরের নেতাদের রাজ্যের ১০০ টি পুরসভার নির্বাচন নিয়ে টোটকা দেবেন অমিত শাহ। দলের সর্বভারতীয় সভাপতির কথা মাথায় রেখে আগষ্টের কার্যকারিনী সভা কলকাতায় করা হবে বলে এদিনের বৈঠক ঠিক হয়েছে। তবে দিলীপ ঘোষ, সুব্রত চ্যাটার্জিরা কলকা।

 

তায় ফিরেই কার্যকারিনী সভার আয়োজনের জন্য হলঠিক করবেন। প্রাথমিক ভাবে ন্যাশনাল লাইব্রেরি, আইসিসিআরের কথা ভেবে রেখেছেন রাজ্য বিজেপির নেতারা। রবিবারের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে ২০২১ এর রনকৌশল নিয়েও আলোচনা করেন অমিত শাহ। বিধানসভা ভোটের দিকে তাকিয়ে প্রত্যেক বিধানসভায় দিলীপ ঘোষদের নেতা খুঁজতে বলেন। রাজ্য নেতাদের বলেন, গ্রামে বিজেপি এখনও সেভাবে নেতৃত্ব ঠিক করে উঠতে পারেনি।

 

যারফলে গ্রামীন এলাকায় স্থানীয় স্তরে সেভাবে আন্দোলন করাযাচ্ছে না। অবস্থা বদলাতে দলের রাজ্য প্রতিনিধিদের বুথস্তর থেকেই নেতা খুঁজতে বলেন দলের সর্বভারতীয় সভাপতি। মিশান ২০২১ এর আগে পুরো পরিকল্পনা করে এগোতে চান অমিত শাহ। তাই রাজ্য নেতাদের সঙ্গে এবার থেকে ঘনঘন বৈঠক অমিত শাহ, জেপি নাড্ডা করবেন বলে দলীয় সূত্রের খবর।