সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

চাঁচল-আশাপুর রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় আহত 9

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:১০ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ১২:১০ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার

 যাত্রীবাহী ভুডভুডি-টোটো সংঘর্ষে গুরতর আহত হয়েছে 9 জন যাত্রী । রবিবার রাত্রে, ঘটনাটি ঘটেছে

মালদহের চাঁচল-আশাপুর রাজ্য সড়কের কলিগ্রামে মহারাজ সেতুতে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারী চালিত টোটোটি আশাপুর থেকে চাঁচলের উদ্দ্যেশে পাঁচজন যাত্রী নিয়ে যাচ্ছিল। এবং চাঁচল থেকে আশাপুরের উদ্দেশ্যে  আলোহীন ভুডভুডিটি তিনজন যাত্রী নিয়ে যাচ্ছিল। গন্তব্যস্থলে পৌছানোর আগেই এই দুর্ঘটনা।
দুর্ঘটনার পরেই পালিয়ে যায় ভুডভুডি চালক। টোটো ও ভুডভুডির মোট আটজন যাত্রী সহ টোটোচালক কে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। এনিয়ে কলিগ্রাম নিমতলা ষ্ট্যান্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। টোটোটির কাচসহ পুরো অংশ নষ্ট হয়েছে। ভুডভুডিটিকে গ্রামবাসীরা আটক করে রেখেছে বলে খবর।
গ্রামবাসীরা জানান,  ভুডভুডি টির লাইট না থাকায় এই দুর্ঘটনা। 
ভুডভুডি চালক চাঁচল 1 নং ব্লক খরবা অঞ্চলের বাসিন্দা।
বিস্তারিত আসছে।