প্রবল বর্ষনে পাহাড়ে বাড়ি ধসে মৃত ১ আহত ২ জলঢাকায়
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
হেডিংঃ প্রবল বর্ষনে পাহাড়ে বাড়ি ধসে মৃত ১ আহত ২ জলঢাকায়।
সংবাদদাতা, মালবাজার, ২৬ জুন
ডুয়ার্স ও পাহাড়ের বিভিন্ন এলাকায় চলছে প্রবল বর্ষন। সেই বর্ষনের জেরে পাহাড়ি এলাকায় শুরু হয়েচ ভুমি ধস। সেই ভুমি ধসের জেরে ধসে পড়ল এক আস্ত বাড়ি। বাড়িতে থাকা একই পরিবারের এক মহিলার মৃত্যু হয়। তার স্বামী ও পুত্র মারাত্মকভাবে জখম হয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের জলঢাকা থানার অধীনে মঞ্জে টার নামের পাহাড়ি বস্তিতে। মৃতার নাম মঞ্জু দরজি (৩৬)। আহত তার স্বামী বিজয় রাই (৩৯) ও ছেলে করন রাই (১৪)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, আদপে নাগরাকাটা ব্লকের শুলকাপাড়া নয়া লাইন শ্রমিক বস্তি এলাকার বাসিন্দা ওই পরিবার ঝাড়ু বাগানে শ্রমিকের কাজ করত। সেই সুত্রে ওই দুর্গম পাহাড়ি এলাকায় একটি বাশের তৈরি ঘর করে থাকত। মঙ্গলবার রাতে চলছিলো প্রবল বর্ষন। ভোর ৩টা নাগাদ আচমকা প্রবল জলস্রোতে বাড়ি সমেত ধসে নিচে গড়িয়ে পড়ে। সেই ধসে চাপা পড়ে মারা যায় মঞ্জু দরজি। যেহেতু ওই এলাকায় মাত্র দুই তিন ঘর বাসিন্দা বাস করে। সবাই ঝাড়ু বাগানের শ্রমিক।
সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জলঢাকা থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
জলঢাকা থানার ওসি মহেন্দ্র লামা জানান, ঘরটি মাটি সমেত ধসে পড়ে। ফলে এই ঘটনা ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।