কাটমানির টাকা ফেরত বীরভূমের সিউড়িতে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার
অবশেষে কাটমানির টাকা ফেরত নিলো বীরভূমের সিউড়ি ২নং ব্লকের চাতরা গ্রামের শতাধিক শ্রমিক। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষনা করেছিলেন কেউ কাটমানির টাকা নিয়ে থাকলে তাকে ফেরত দিতে হবে। অভিযোগ প্রমাণিত হলেই তাকে পড়তে হবে কঠোর শাস্তির মুখে। মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পরপরই সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে কাটমানি নিয়ে বিক্ষোভ। বীরভূমের সিউড়ি ২নং ব্লকের চাতরা গ্রামবাসীদের অভিযোগ এলাকার একটি নিকাশি নালা সংস্কারের জন্য দুই লক্ষেরও বেশি কাটমানি ওই গ্রামের বুথ সভাপতি ত্রিলোচন মুখোপাধ্যায় নিজের নামে তুলে রেখেছিলেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরও নালার কাজই তিনি শুরু করতে পারেননি। মঙ্গলবার গ্রামবাসীরা ওই তৃনমূল নেতার বাড়ীতে গিয়ে টাকা ফেরতের জন্য বিক্ষোভ দেখান। জনরোষের মুখে পড়ে অবস্থা বেগতিক দেখে ত্রিলোচন মুখোপাধ্যায় বিক্ষোভকারী ১৪১ জন গ্রামবাসীর প্রত্যেককে ১৬১৭ টাকা করে ফেরত দেন।