শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ মৌসম বেনাজির নুরের

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার

মালদা

দুর্নীতি রুখতে এবার কঠোর পদক্ষেপ করার ইঙ্গিত দিল মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৌসম বেনজির নূর। দলের জেলা সভাপতি মৌসম নুর সম্প্রতি তার দলীয় কার্যালয়ে এই বিষয়ে একটি বৈঠক করেন বলে জানা গেছে।৷ ওই বৈঠকে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা হাজির ছিলেন। জনসংযোগ বাড়াতে ও একই সঙ্গে মানুষের কাছ থেকে দুর্নীতির বিষয়ে বিভিন্ন অভিযোগ নেওয়ার জন্য একটা টোল ফ্রি নাম্বার চালু করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। শুধু মালদা জেলার জন্যই ওই টোল ফ্রি নাম্বার খোলা থাকবে। দূরদূরান্ত থেকে মালদায় এসে মানুষকে আর অভিযোগ করতে হবে না। টোল ফ্রি নাম্বারে দুর্নীতি বিষয়ে যে সব তথ্য পাওয়া যাবে সেগুলি প্রশাসনের কাছে হাজির করবে তৃণমূল নেতারা। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হবে। তবে কবে এই টোল ফ্রি নাম্বার চালু হবে তা এখনও জানাতে পারেনি তৃণমূল কংগ্রেস। মৌসম নুর বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাট মানি, দুর্নীতি এই সব বন্ধ করতে বলেছেন। তৃণমূলে থেকে দুর্নীতি করা যাবে না। আমরা প্রশাসনকে বলেছি, তৃণমূলের কোনো নেতাকর্মীর দুর্নীতির প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তবে বিরোধী দলের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হোক। মৌসম নুর জানান, বিভিন্ন জায়গায় সরকারি কাজের দুর্নীতি নিয়ে অভিযোগ জানার জন্য আমরা কিছু ব্যবস্থা করতে চাইছি। দলীয় ভাবে জেলাস্তরে একটা দুর্নীতি দমন সেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা টোল ফ্রি নাম্বারও চালু করা হবে। সেই বিষয়ে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই সাথে একটা অ্যাপ চালু করা যায় কিনা তাও ভেবে দেখা হচ্ছে। কবে থেকে এই ব্যবস্থা পুরোপুরি চালু হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়ে যোগাযোগ করছি।